টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থানে আহতদের সাথে মতবিনিময় সভা 


০৫:১৮ পিএম, ১১ জানুয়ারী ২০২৫
টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থানে আহতদের সাথে মতবিনিময় সভা  - Ekotar Kantho
শনিবার(১২ জানুয়ারি )সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে জুলাই-আগস্টের অভ্যুত্থানে আহতদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১২ জানুয়ারি )সকালে জেলা শিল্পকলা একাডেমিত মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার উদ্যােগে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহবায়ক আল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের পিপি শফিকুল ইসলাম রিপন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুহম্মদ আজিজুল হক, সংগঠনের জেলা শাখার সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমুখ।এছাড়াও আন্দোলন আহত বেশ কয়েকজন বক্তব্য রাখেন।


মতবিনিময় সভায় আহতরা ক্ষোভ প্রকাশ করে বলেন, গণ অভ্যুত্থানের আন্দোনলে অংশ নিয়ে আমরা বিভিন্ন ভাবে আহত হয়েছিলাম। কিন্ত এখন পর্যন্ত আমরা যথাযথ সুচিকিৎসা পাচ্ছি না। এতে আমাদের দৈনন্দিন কার্যক্রম ব্যহত হচ্ছে। আমরা যথাযথ সুচিকিৎসার দাবি করছি।

উল্লেখ্য, বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইলের ৯ জন নিহত এবং ২০৬ জন আহত হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা শাখা।

 


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।