টাঙ্গাইলের ঘাটাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


০৮:১৬ পিএম, ২৭ অক্টোবর ২০২৪
টাঙ্গাইলের ঘাটাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - Ekotar Kantho
নানা আয়োজনে ঘাটাইলে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে৷ এই উপলক্ষে উপজেলা যুবদলের পক্ষ থেকে শোভা যাত্রা, আলোচনা সভা ও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

দিনটি উপলক্ষে রবিবার (২৭ অক্টোবর)সকালে যুবদলের পক্ষ থেকে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে উপজেলা যুবদলের সাবেক আহবায়ক খুররম মাসুদ সিদ্দিকী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ।


এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শোভাযাত্রা ও আলোচনা সভায় যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।