টাঙ্গাইলে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে


০৮:৫৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৪
টাঙ্গাইলে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে তার ভাতিজা রুবেল মিয়া পলাতক রয়েছেন।

রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিয়াজ হোসেন (৫০) একই এলাকার বাসিন্দা।

অভিযুক্ত ভাতিজা রুবেল একই গ্রামের সরোয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, রবিবার সকালে চাচা রিয়াজের কাছে রাস্তা বড় করার জন্য জমি ছেড়ে দিতে বলেন ভাতিজা রুবেল। কিন্তু রিয়াজ জমি ছাড়তে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে রুবেল চাচাকে পিটিয়ে হত্যা করেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে রুবেল পালিয়ে যান।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।