চলচ্চিত্রের বরেণ্য অভিনয়শিল্পী আলমগীর করোনা পজিটিভ


চলচ্চিত্রের বরেণ্য অভিনয়শিল্পী আলমগীর করোনা পজিটিভ - Ekotar Kantho

একতার কণ্ঠ ডেস্কঃ দেশের চলচ্চিত্রের বরেণ্য অভিনয়শিল্পী, পরিচালক ও প্রযোজক আলমগীর কোভিড-১৯ পজিটিভ। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁর স্ত্রী উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা ফেসবুকে পোস্ট দিয়ে তা জানান। তিনি জানান, ঢাকার একটি স্থানীয় হাসপাতালে তিনি চিকিৎসাসেবা নিচ্ছেন।

রুনা লায়লা বলেন,

“অসাধারণ কয়েকজন দক্ষ চিকিৎসকের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। হাসপাতালের সেবিকা ও অন্য কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক খেয়াল রাখছেন। বেশ যত্ন করছেন। আলমগীর সাহেবও এখন মানসিকভাবে শক্ত আছেন এবং ভালো অনুভব করছেন। সবাই তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। আমাদের সবার শুভকামনা এবং দোয়া তাঁকে দ্রুত নিরাময় করবে।”

করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে কোভিড ভ্যাকসিনের ২য় ও চূড়ান্ত ধাপ সম্পন্ন করেন বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের কিংবদন্তি দম্পতি আলমগীর ও রুনা লায়লা। গত শনিবার সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে তাঁরা করোনার দ্বিতীয় টিকা গ্রহণ করেন। তাঁদের সঙ্গে একই দিনে টিকা গ্রহণ করেন আলমগীরের তিন সন্তান মেহরুবা আহমেদ, আঁখি আলমগীর ও তাসবির আহমেদ।

নিউজটি শেয়ার করুন


কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।