একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেলা ঠিকাদার সমিতির বার্ষিক বনভোজন ও নতুন কমিটি গঠিত হয়েছে। এতে গোলাম কিবরিয়া বড় মনিকে সভাপতি এবং এম আর খান টুটুলকে সাধারন সম্পাদক করে এ কমিটি গঠিত হয়।
বৃহস্পতিবার (৭ মার্চ) গাজিপুরের শিল্পী কুঞ্জ রিসোর্টে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্যে এ কমিটি গঠিত হয়। একই সাথে আগামী তিন মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা। উপস্থিত ছিলেন সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু। এছাড়াও জেলার সকল সরকারী বিভাগের তালিকাভুক্ত ঠিকাদারবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে ব্যপক উন্নয়ন সাধিত হচ্ছে। সারাদেশের উন্নয়ন কাজ চলমান রয়েছে। এই উন্নয়নে ঠিকাদারদের ভূমিকা রয়েছে। বিশেষ করে টাঙ্গাইলের ঠিকাদাররা অত্যন্ত সততার সাথে তাদের দায়িত্ব পালন করছে।
বনভোজনে অংশ নেন, টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, আমি ঠিকাদারদের শুধুমাত্র ঠিকাদার মনে করিনা। ঠিকাদার হলো দেশের উন্নয়নের গুরুত্বপুর্ন সহযোগী অংশ। দেশের উন্নয়নে ঠিকাদারদের ব্যপক ভূমিকা রয়েছে। প্রতিবছর এ ধরনের আয়োজন করা দরকার।
ঠিকাদার সমিতির নবনির্বাচিত সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি বলেন, আমি দায়িত্বে থাকাকালীন আমার সর্বোচ্চ দিয়ে ঠিকাদারদের পাশে থাকার চেষ্টা করেছি। আগামীতেও আমি এভাবেই সকলের সেবা করে যেতে চাই।
নবনির্বাচিত সাধারন সম্পাদক এম আর খান টুটুল বলেন, ঠিকাদারদের স্বার্থ সংরক্ষন করাই সমিতির উদ্দেশ্য। আমি যতদিন দায়িত্বে আছি সকল ঠিকাদারদের সাথে নিয়ে এ স্বার্থ সংরক্ষন করে যাবো।
এদিকে টাঙ্গাইল জেলা ঠিকাদার সমিতির বার্ষিক বনভোজনে গাজিপুরের শিল্পী কুঞ্জ রিসোর্ট যেন এক মিলন মেলায় পরিনত হয়েছিল। জেলার ঠিকাদার ও তাদের পরিবারের সদস্যদের জন্যে ছিল দিনব্যাপী নানা আয়োজন। মধ্যাহ্নভোজ ছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র ছিল আয়োজনের সেরা আকর্ষন।