টাঙ্গাইলে বিদ্যুৎপৃষ্ট হয়ে রং মিস্ত্রির মৃত্যু


০৮:২০ পিএম, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
টাঙ্গাইলে বিদ্যুৎপৃষ্ট হয়ে রং মিস্ত্রির মৃত্যু - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিফাত মিয়া (২৮) নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারী) সকালে উপজেলার এলেঙ্গা পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রং মিস্ত্রি সিফাত উপজেলার নরদহি চরপাড়া গ্রামের মো. সিদ্দিক হোসেনের ছেলে।


এ বিষয়ে কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, সকালে এলেঙ্গা বাজার এলাকায় চান মাহমুদের পাঁচতালা ভবনের রং এর কাজ করছিলেন সিফাত। এসময় ভবনের পাশে থাকা ১১ হাজার ভোল্টের তারে জড়িয়ে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এসময় সিফাতের শরীর সম্পূর্ণ পুড়ে যায়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।