টাঙ্গাইলে স্কুল ছাত্রের আত্মহত্যা


০৮:০৫ পিএম, ২২ জানুয়ারী ২০২৪
টাঙ্গাইলে স্কুল ছাত্রের আত্মহত্যা - Ekotar Kantho
নিহত স্কুলছাত্র নাঈম তালুকদার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে গলায় ফাঁস দিয়ে নাঈম তালুকদার (১৬) নামের এক স্কুলছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

রবিবার (২১ জানুয়ারী) দিবাগত রাতে সখীপুর পৌর এলাকার ৩নং ওয়ার্ডের উওরার মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহত নাঈম ওই এলাকার প্রবাসী আব্দুল গফুর তালুকদারের ছেলে। সে স্থানীয় সখীপুর সূর্যতরুন আবাসিক শিক্ষাঙ্গনের নবম শ্রেণীর ছাত্র ছিল।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাতে খাওয়া-দাওয়া করে তার রুমে ঘুমাতে যায় নাঈম। ভোররাতে পরিবারের সদস্যরা তাকে ডাকতে গেলে সিলিং ফ্যানের সাথে মাফলার পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।