টাঙ্গাইলে প্রাইভেটকার চাপায় মোটরসাইকেল আরোহী নিহত


০৮:৪৫ পিএম, ১৯ জানুয়ারী ২০২৪
টাঙ্গাইলে প্রাইভেটকার চাপায় মোটরসাইকেল আরোহী নিহত - Ekotar Kantho
দুর্ঘটনায় নিহত শিমুলের লাশ উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের দেলদুয়ারে প্রাইভেটকার চাপায় শিমুল (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রাকিব (৩০) নামে আরও একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার ডুবাইল ইউনিয়নের নাটিয়াপাড়া বাজার আন্ডারপাস ওভার ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম শিমুল তবে এখানো তার পূর্ণ নাম-পরিচয় জানা যায়নি। আহত অপর মোটরসাইকেল আরোহীর নাম রাকিব। সে ভোলা জেলা সদরের মফিজুরের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ঢাকাগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে সড়কেই ছিটকে পড়ে এবং ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী চাকায় পৃষ্ট হয়ে মারা যায়। আহত হয় তার সাথে থাকা অপর আরেক আরোহী। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার ও আহত রাকিবকে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মোল্লা টুটুল জানান, খবর পেয়ে নিহত ও আহতকে উদ্ধার করা হয়েছে এবং আহত ব্যক্তিকে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে নিহত শিমুলের পূর্ণ নাম-পরিচয় এখনো জানা যায়নি।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।