একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুর ও ঘাটাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার শুভুল্লা এলাকায় সকালে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন এবং দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইলের পাকুটিয়া এলাকায় বাস ও সিএনজির সংঘর্ষে আতিক হাসান (৩০) নিহত হন।
মির্জাপুরের ফতেপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তাজ উদ্দিন জানান, বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন ফজরের নামাজ পড়ে প্রাতভ্রমণে বের হন। হাটাহাটির সময় অজ্ঞাত যানবাহন তাকে চাপা দিলে গুরুতর হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা টুটুল বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এদিকে দুপুরে ঘাটাইল উপজেলার পাকুটিয়া বাসস্ট্যান্ড এলাকায় প্রান্তিক পরিবহনের বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সিএনজি চালক আতিক হাসানের। তার বাড়ি উপজেলার চৈথট্র গ্রামে। মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ।