টাঙ্গাইলে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


০৮:১৮ পিএম, ১৬ অক্টোবর ২০২৩
টাঙ্গাইলে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে দেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৬ অক্টোবর) আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আইরিন আক্তার।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, র‌্যাব-১৪ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সাধারণ সম্পাদক শামসাদুল আখতার শামীম, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া।

অনুষ্ঠানে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি মো. আবু জুবায়ের উজ্জল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক কালবেলা পত্রিকা নবযাত্রার প্রথম বছর অতিক্রম করে দ্বিতীয় বছরে পদার্পণ করেছে। পত্রিকাটি এই অল্প সময়ে মানুষের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।