টাঙ্গাইলে ৪৪০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার


০৫:৫৫ পিএম, ১০ এপ্রিল ২০২১
টাঙ্গাইলে ৪৪০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারী  গ্রেপ্তার - Ekotar Kantho
একতার কণ্ঠ ডেস্কঃ  টাঙ্গাইলের মধুপুরে ৪৪০ পিস  ইয়াবা সহ তাছলিমা বেগম (৩৬) নামে এক  নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
শনিবার (১০ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান এর নেতৃত্বে একটি দল মধুপুরের  বোয়ালী আদালত পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ওই নারীকে আটক করে। এসময় ৪৪০ পিস ইয়াবাসহ (যার আনুমানিক মূল্য ১,৩২,০০০ টাকা) তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় ।
 র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত তাছলিমা বেগম মধুপুর উপজেলার বোয়ালী আদালতপাড়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।
 এ প্রসঙ্গে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান  জানান, আসামীকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার মধুপুর থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছেন।
 তিনি আরো জানান ,আটককৃত আসামী টাঙ্গাইল জেলার মধুপুর থানা এলাকাসহ আশেপাশের থানা এলাকাগুলোতেও বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছেন।
 আসামীর বিরুদ্ধে  মধুপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

-মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।