টাঙ্গাইলে পিক-আপের চাপায় অটোরিক্সা চা‌লক নিহত


০৮:৫৪ পিএম, ৫ অক্টোবর ২০২৩
টাঙ্গাইলে পিক-আপের চাপায় অটোরিক্সা চা‌লক নিহত - Ekotar Kantho
দুর্ঘটনা কবলিত অটোরিক্সা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে অটোরিক্সার উপর নিয়ন্ত্রণ হারানো পিকআপভ‌্যান উল্টে প‌ড়ে লিটন মিয়া না‌মের এক অটোরিক্সা চালকের মৃত্যু হ‌য়ে‌ছে। এ ঘটনায় অটোরিক্সার এক নারী যাত্রী আহত হ‌য়ে‌ছেন।

বৃহস্প‌তিবার (৫ অ‌ক্টোবর) সকা‌লে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী‌ উপ‌জেলার বকলবাড়ীর ফ‌কিরবা‌ড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহত অটোরিক্সার চালক লিটন উপ‌জেলার চরভাতকুড়া গ্রা‌মের আলী আকন্দের ছে‌লে।

20230826-141431

এই ঘটনায় আহত শিখা (৩৫) ওই উপ‌জেলার মুশুদ্দি গ্রা‌মের নজরুল ইসলামের স্ত্রী।

ধনবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জামালপুর থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী এক‌টি পিক-আপ ভ‌্যা‌ন জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার ফ‌কিরবা‌ড়ি মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে বিপরীত মুখী এক‌টি ব‌্যাটা‌রি চা‌লিত অটোরিক্সার উপর উল্টে প‌ড়ে । এতে অটো‌তে থাকা চালক ও নারী যাত্রী গুরুতর আহত হয়। প্রথমে গুরুতর আহত অটো চালক লিটন‌কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মন‌সিংহ মে‌ডি‌কেল কলেজ হাসপাতালে পাঠায়। চি‌কিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, পিক-আপ ভ‌্যান‌টি আটক করা হলেও চালক পা‌লি‌য়ে‌ গেছে।


পাঠকের মতামত

-মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।