একতার কণ্ঠঃ প্রকৃতির হিসাবে এখনো শরৎকাল। কিন্তু এ বছরের বেশির ভাগ সময় গ্রীষ্মের গরম। আর মাঝেমধ্যে বর্ষাকেও হার মানানো বৃষ্টি। গত এক সপ্তাহ টানা গরমের পর আবারও টানা বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি রোববার(২ অক্টোবর) বিকেল নাগাদ একটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।
ফলে দেশের সব কটি সমুদ্রবন্দর ও উপকূলকে ৩ নম্বর সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া বিভাগ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হবে। মঙ্গলবার(৩ অক্টোবর) থেকে বৃষ্টি আরও বেড়ে দুই দিন টানা চলতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর চলতি অক্টোবর মাসের জন্য দেওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলেছে, চলতি মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
চলতি মাসের মধ্যে বাংলাদেশ থেকে মৌসুমি বায়ু বা বর্ষা বিদায় নিতে পারে। তবে যাওয়ার আগে দেশের বিভিন্ন স্থানে বজ্রঝড় হতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।