একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ‘বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশীপের (ভিএফসি)’ উদ্বোধন হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে শহরের বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।
বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুর রহিম সুজন, টাঙ্গাইল পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশীপের চেয়ারম্যান কামনাশীষ শেখর।
অনুষ্ঠানটি পরিচালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক অরণ্য ইমতিয়াজ।
পরে জেলা প্রশাসক বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশীপের জার্সি উন্মোচন করেন।
এর আগে বেলুন উড়িয়ে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করা হয়। এ সময় বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বুধবার সকালে বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এই টুর্নামেন্টে অংশ নেওয়া দল গুলো এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। এ উপলক্ষে দিনব্যাপী ব্যান্ড সঙ্গীত পরিবেশিত হয়।
আয়োজকরা জানান, বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা এই ফুটবল চ্যাম্পিয়নশীপের আয়োজন করেছে। এতে প্রাক্তন ছাত্রদের ১৪টি দল অংশ গ্রহণ করছে। আগামী শনিবার টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে এ ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।