টাঙ্গাইলে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করল শিক্ষার্থীরা


০৮:৪৫ পিএম, ২ সেপ্টেম্বর ২০২৩
টাঙ্গাইলে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করল শিক্ষার্থীরা - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো তৈরি করেছে স্থানীয় স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। উপজেলার কালিদাস থেকে বহুরিয়া সড়কের পানাউল্লাপাড়ায় এ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে।

গত দুই মাস ধরে ব্যাপক দুর্ভোগে ছিলো ওই এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

শিক্ষার্থীরা জানায়, ভেঙে যাওয়া গ্রমীণ সড়কের উপর দিয়ে পানির স্রোত থাকায় প্রায় এক মাস ধরে চলাচলে ব্যাপক অসুবিধা হচ্ছিল। স্কুল কলেজে যেতে আমাদের খুব কষ্ট হতো। তাই বন্ধের দিনে সম্মিলিতভাবে এলাকার বড় ভাইদের সঙ্গে নিয়ে এই বাঁশের সাঁকো নির্মাণ করেছি।


ওই এলাকার কামরুল হাসান জানান, বহুরয়িা-কালিদাস সড়কের মাঝখানে প্রায় আড়াই কিলোমিটার সড়ক কাঁচা। এই কাঁচা সড়ক ভেঙে বৃষ্টির পানির ঢল যাচ্ছিলো।

তিনি আরও জানান, এমন দূরবস্থা দেখে এলাকার স্কুল-কলেজ পড়ুয়া রিফাত, মেজবা, রায়হান, রাতুল, মামুন, জীবন, আশিক, শামিম, খালিদ, হাসান সহ ১০-১২ জন শিক্ষার্থী মিলে বিভিন্ন বাড়ি থেকে বাঁশ সংগ্রহ করে এই সাঁকো নির্মাণ করায় এলাকাবাসী খুবই খুশি।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।