বিপ্লবী নিকুঞ্জ বিহারী গোস্বামীর মৃত্যু বার্ষিকী পালিত


০৮:০৮ পিএম, ৩১ অগাস্ট ২০২৩
বিপ্লবী নিকুঞ্জ বিহারী গোস্বামীর মৃত্যু বার্ষিকী পালিত - Ekotar Kantho

একতার কণ্ঠঃ সিলেটের উমেশচন্দ্র নির্মলাবালা ছাত্রাবাসের প্রতিষ্ঠাতা “নিকুঞ্জ বিহারী গোস্বামীর” ৩০তম মৃত্যু বার্ষিকী যথাযথ মর্যাদায় মঙ্গলবার (২৯ আগস্ট) পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জয়সওয়াল।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রাবাস ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রকৌশলী মনোজবিকাশ দেবরায়, সাধারণ সম্পাদক সিলেটের মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

20230826-141431

উল্লেখ্য, নিকুঞ্জ বিহারী গোস্বামী ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী, বিশিষ্ট সাংবাদিক ও সমাজ সংস্কারক। তিনি ১৯৬২ সালে ছাত্রাবাসটি প্রতিষ্ঠা করেন। ১৯৯৩ খ্রিস্টাব্দের ২৯ আগস্ট মৃত্যুবরণের আগ পর্যন্ত ছাত্রাবাসটি পরিচালনা করে গেছেন তিনি। ২০২২ সালে এ ছাত্রাবাসে ভারত সরকারের অর্থায়নে ৪ কোটি ৩৫ লাখ ২৪ হাজার দুইশ ৬০ টাকা ব্যয়ে পাঁচতলা ভবন নির্মাণ করা হয়েছে। ভবনটির নামকরণ করা হয়েছে নিকুঞ্জ সুহাসিনী ভবন।


পাঠকের মতামত

-মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।