আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে টাঙ্গাইলে বিএনপি’র মৌন মিছিল


০৮:৩৯ পিএম, ৩০ অগাস্ট ২০২৩
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে টাঙ্গাইলে বিএনপি’র মৌন মিছিল - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল সমাবেশ করেছে জেলা বিএনপি।

বুধবার (৩০ আগস্ট) বিকেলে দেশব্যাপী র্কমূচির অংশ হিসেবে শহরের বেপারীপাড়া এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের শান্তিকুঞ্জমোড়ে পৌছালে পুলিশি বাঁধার মুখে পরে দলটির নেতা কর্মীরা। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এতে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারন সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।


এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম, সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী, সাধারন সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলিম, জেলা তাঁতীদলের সভাপতি শাহ আলম প্রমুখ।

এছাড়া মৌন মিছিলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।