একতার কণ্ঠঃ এবার মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসির পুরষ্কার পেয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ আঃ রউফ সরকার। সোমবার (২১ আগস্ট) পুলিশ সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম (বার) তার হাতে পুরস্কার তুলে দেন।
জানা যায়, মানিকগঞ্জ থানায় নিয়মিত মামলা নিষ্পত্তি, গ্রেফতারী পরোয়ানা তামিল, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, আসামী গ্রেফতার ও জনবান্ধব পুলিশিং এ বিশেষ অবদান রাখায় তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।
এ বিষয়ে অনুভূতি প্রকাশে আঃ রউফ সরকার বলেন, আমি পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল), থানায় কর্মরত সদস্য ও মানিকগঞ্জবাসীর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভবিষ্যতেও নিষ্ঠার সাথে দায়িত্বপালন করে এ ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো।
উল্লেখ, এ দক্ষ ও মানবিক পুলিশ কর্মকর্তা টাঙ্গাইল জেলার দেলদুয়ারের কৃতি সন্তান।