একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম কে.আর.এস ইনস্টিটিউশনের শিক্ষার্থী দীপ্ত সরকার (১৪) দুই দিন ধরে নিখোঁজ রয়েছে।
পরিবার ও জিডি সূত্রে জানা যায়, দীপ্ত সরকার ভাতগ্রাম ইউনিয়নের ভাতগ্রাম কে.আর.এস ইনস্টিটিউশনে ৮ম শ্রেণিতে লেখাপড়া করতো।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে সে বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। দীর্ঘসময় পর বাড়িতে না ফেরায় তাকে খোঁজাখোঁজি করা হয়। এরপর থেকেই দীপ্তর পরিবার আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। পরে শুক্রবার (১৮ আগস্ট) ওই ছাত্রের বাবা মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
দীপ্তর বাবা প্রণব কান্তি সরকার বলেন, মির্জাপুর ও পার্শ্ববর্তী দুটি উপজেলার বিভিন্ন জায়গায় খুঁজেও তার কোনো সন্ধান মিলছে না। পুলিশ জানিয়েছে তারা দীপ্তকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার ডিউটি অফিসার এস.আই মাহফুজুর রহমান জানান, একটি জিডির কপি পেয়েছি। ওই ছাত্রকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।