টাঙ্গাইলে বেড়েই চলছে ডেঙ্গুর সংক্রমন; নতুন করে শনাক্ত ১০ জন


০৯:৩৩ পিএম, ২৪ জুলাই ২০২৩
টাঙ্গাইলে বেড়েই চলছে ডেঙ্গুর সংক্রমন; নতুন করে শনাক্ত ১০ জন - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেলায় বেড়েই চলেছে ডেঙ্গুর সংক্রমন। গ্রামাঞ্চলে ছড়িয়ে পরেছে এডিস মশা। এর ফলে গ্রামের মানুষগুলো এখন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন। একদিনে নতুন ১০জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

সোমবার(২৪ জুলাই ) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মো: মিনহাজ উদ্দিন মিয়া তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গেল ২৪ ঘন্টায় নতুন করে ১০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এরে মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ২ জন, নাগরপুর উপজেলায় ৬ জন, সখীপুর উপজেলায় ১জন এবং মধুপুর উপজেলায় ১ জন।

তিনি আরও জানান, আক্রান্তরা স্থানীয় হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭১ জন। সুস্থ হয়েছেন ১১৮ জন। এছাড়াও বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীণ আছেন ৫৩ জন।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।