কথা রক্ষা করতে না পারলে গদি থেকে সরিয়ে দেওয়া হবে: বঙ্গবীর কাদের সিদ্দিকী


০৯:৪৪ পিএম, ৯ জুলাই ২০২৩
কথা রক্ষা করতে না পারলে গদি থেকে সরিয়ে দেওয়া হবে: বঙ্গবীর কাদের সিদ্দিকী - Ekotar Kantho

একতার কণ্ঠঃ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘নির্বাচন কমিশনার আমাকে কথা দিয়েছেন, নিরপেক্ষ ভোট হবে, সরকারি প্রভাবমুক্ত ভোট হবে, তিনি যদি সেই কথা রক্ষা করতে না পারেন, তবে তাঁকে গদি থেকে সরিয়ে দেওয়া হবে।’

রবিবার (৯ জুলাই) সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতীবান্ধা টেকিপাড়ায় এক নির্বাচনী পথসভায় তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, আমি ভোট চুরি পছন্দ করি না, আমি তাঁর কথা বিশ্বাস করেছি। কিন্তু এখানকার ফাঁউ নেতারা যদি ভোট চুরি করে শেখ হাসিনার মুখ কালো করতে চায়, তাহলে আমাদের কি করার আছে। তবে আমি বিশ্বাস করি, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জাল ভোট চান না।’


স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘পুলিশকে টাকা–পয়সা দিয়ে ব্যালটে সিল মারবেন? তা হবে না, হবে না।’

তিনি আরও বলেন, ‘কেউ জল ভোট দিতে চাইলে গলায় গামছা পেঁচিয়ে তাকে ধরে ফেলবেন, তারপর পুলিশের হাতে তুলে দেবেন, পুলিশ তাকে গ্রহণ না করলে সে বিষয়টি আমি দেখব।’

দলীয় নেতা কর্মীদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘গত কয়েক দিন আগে বাসাইল পৌরসভায় সুষ্ঠু ভোট হয়েছে। সেখানে আমাদের প্রার্থী বিজয়ী হয়েছে।’

হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের নির্বাচনী পথসভায় কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী বিধূ ভূষণ সরকারসহ দলটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীবসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৭ জুলাই সখীপুর উপজেলার চারটি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে তিনটি ইউনিয়নে কৃষক শ্রমিক জনতা লীগ দলীয় প্রার্থী দিয়েছে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।