করটিয়া ইউনিয়নে ২৩৬০টি পরিবারের মাঝে ডিজিএফ’র চাল বিতরণ


০৩:২৫ পিএম, ২২ জুন ২০২৩
করটিয়া ইউনিয়নে ২৩৬০টি পরিবারের মাঝে ডিজিএফ’র চাল বিতরণ - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নে ২৩৬০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার ‘ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন)সকালে স্থানীয় এইচ এম ইনিস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন করটিয়ার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনু।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার ট্যাগ অফিসার আখি আক্তার, করটিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো. ফারুক হাসান, ইউপি সদস্য মো.শাহীন মিয়া, আব্দুল লতিফ, মো. ফারুক হোসেন খান মানিক প্রমুখ।


বিতরণকালে করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনু প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপস্থিত সকলকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ঈদের আনন্দকে সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার প্রয়াসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন উদ্যোগ নিয়েছেন।

তিনি আরও বলেন, চাউল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও সুশৃংখলভাবে সম্পন্ন হয়েছে।

এসময় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২৩৬০ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।