টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত


০৮:৪৭ পিএম, ২৪ মে ২০২৩
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত - Ekotar Kantho
প্রতীকী ছবি

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় শরাফত আলী (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ মে) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার পচিশমাইল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত শরাফত মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের রামকৃষ্ণবাড়ী গ্রামের মৃত ইমান আলী মন্ডলের ছেলে।


জানা যায়, শরাফত আলী দিনমজুরী করে জীবিকা নির্বাহ করতেন। তিনি কাজে যোগ দেওয়ার জন্য সাইকেল যোগে টেলকী যাচ্ছিলেন। পচিশমাইল এলাকায় মহাসড়ক অতিক্রম করার সময় অজ্ঞাতনামা দ্রুতগামী একটি গাড়ি তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।