অসুস্থ‌তা জনিত কারণে আ’লীগ নেতা বড় ম‌নিরকে কারাগার থেকে হাসপাতালে ভর্তি


১১:৩৫ পিএম, ১৫ মে ২০২৩
অসুস্থ‌তা জনিত কারণে আ’লীগ নেতা বড় ম‌নিরকে কারাগার থেকে হাসপাতালে ভর্তি - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইল শহর আ‌ওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি গোলাম কিব‌রিয়া বড় ম‌নিরকে কারাগার থে‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

সোমবার (১৫ মে) রাত সা‌ড়ে ৯টার দি‌কে অসুস্থ‌তা জনিত কার‌ণে জেলা কারাগার থে‌কে তা‌কে ২৫০ শয‌্যা বি‌শিষ্ট টাঙ্গ‌াইল ‌জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।
বর্তমা‌নে গোলাম কিব‌রিয়া বড় ম‌নির টাঙ্গ‌াইল ‌জেনা‌রেল হাসপাতা‌লের ৩য় তলার ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।

এর আগে বেলা সা‌ড়ে ১১ টার দিকে এক কিশোরীর দায়ের করা ধর্ষণ মামলায় অতি‌রিক্ত চিফ জু‌ডি‌শিয়াল ম‌্যা‌জি‌স্ট্রেট আদাল‌তে হা‌জির হ‌য়ে জা‌মিন আবেদন কর‌লে বিচারক মাহমুদুল মহসীন জা‌মিন নামঞ্জুর ক‌রে কারাগা‌রে পাঠা‌নোর আদেশ দেন।

গোলাম কিবরিয়া বড় মনির টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই এবং জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা কারাগা‌রের জেল সুপা‌র মো. মকলেছুর রহমানের বক্তব‌্য জান‌তে তার মুঠোফোনে যোগা‌যোগ করা হ‌লে তি‌নি রি‌সিভ ক‌রেন‌নি। কিছুক্ষণ পর আবার যোগা‌যোগ করা হ‌লে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

২৫০ শয‌্যা বি‌শিষ্ট টাঙ্গ‌াইল ‌জেনা‌রেল হাসপাতা‌লের তত্ত্বাবধায়ক ডা. সা‌দিকুর রহমান জানান, রাত সা‌ড়ে ৯টার দি‌কে আওয়ামী লীগ নেতা বড় ম‌নির‌কে হাসপাতা‌লে আনা হয়। হাসপাতা‌লের বি‌শেষজ্ঞ চি‌কিৎসক তার শরী‌রের পরীক্ষা-‌নিরীক্ষা কর‌ছেন। কোন সমস‌্যার কার‌ণে তা‌কে হাসপাতা‌লে আনা হ‌য়েছে পরে বিস্তা‌রিত জানা যা‌বে।

প্রসঙ্গত, গত ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানায় শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। মামলায় গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়েছে। এদিকে ওই কিশোরী অন্তঃসত্ত্বা বলে প্রমাণ পেয়েছে মেডিকেল বোর্ড। এছাড়াও ওই কিশোরী গত ৬ এপ্রিল দুপুরে আদালতে জবানবন্দি দিয়েছেন।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।