টাঙ্গাইলে গাছ চাপায় বৃদ্ধের মৃত্যু


০৭:৪৫ পিএম, ৭ মে ২০২৩
টাঙ্গাইলে গাছ চাপায় বৃদ্ধের মৃত্যু - Ekotar Kantho
প্রতীকী ছবি

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে ভেকু মেশিন দিয়ে জমির মাটি কাটার সময় গাছের নিচে চাপা পড়ে মোজ্জাম্মেল হক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রবিবার (৭ মে) সকালে উপজেলার লতিফপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মোজ্জামেল হক ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানান, মোজ্জামেল হক তার বাড়ির পাশের জমি থেকে ভেকু মেশিন দিয়ে লাল মাটি কাটছিলেন। এসময় ওই জমিতে থাকা একটি খেজুর গাছের গোঁড়ার মাটি কাটা পড়লে গাছটি মোজ্জামেল হকের উপরে পড়লে তিনি আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, বিষয়টি তিনি জানতে পেরেছেন। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।