টাঙ্গাইলে বন থেকে শ্রমিকের লাশ উদ্ধার


০৯:০৭ পিএম, ২ মে ২০২৩
টাঙ্গাইলে বন থেকে শ্রমিকের লাশ উদ্ধার - Ekotar Kantho
নিহত শমসের আলী

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে বন থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ মে) দুপুরে উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের তিলের তাল এলাকার একটি আনারস বাগান থেকে গাছের সাথে বাঁধা অবস্থায় শমসের আলী (৩০) নামের ওই শ্রমিকের লাশ উদ্ধার করে মধুপুর থানা পুলিশ।

মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শমসের আলী উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের হরিণধরা গ্রামের ফজলুল হকের ছেলে। সে পেশায় একজন কুলি শ্রমিক ছিলেন।

স্থানীয়দের বরাতে শোলাকুড়ি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইয়াকুব আলী জানান, সোমবার রাতে শমসেরসহ ৪ বন্ধু মিলে স্থানীয় একটি বাড়িতে মদ পান করতে যায়। মদ পান করে ফেরার পথে তাদের মধ্যে কোন বিষয়ে ঝগড়া হতে পারে। এই ঝগড়ার জের ধরে শমসের আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে সুরতহাল রির্পোট শেষে লাশটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে থানায় এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

এ প্রসঙ্গে সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) ফারহানা আফরোজ জেমি জানান, সোমবার রাতের কোন এক সময় শমসের আলী নামে এক শ্রমিককে হত্যা করে শোলাকুড়ি ইউনিয়নের তিলের তাল এলাকায় আনারস বাগানে ফেলে রাখা হয়। নিহতের মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। হত্যার কারন ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ বলে জানান এই কর্মকর্তা।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।