একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলে অতিরিক্ত মাদক সেবনে মোতালেব(৩৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। ধারনা করা হচ্ছে, মাদক সেবনের টাকা না দেয়ায় বাবার সাথে অভিমান করে বাড়ি থেকে বের হওয়ার কয়েক ঘণ্টাপর তার মৃত্যু হয়েছে । সে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বল্লববাড়ী গ্রামের কাদের মিয়ার ছেলে।
বুধবার ( ৩১ মার্চ) সকালে পার্শ্ববর্তী ভূঞাপুর উপজেলার নিকরাইল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান- ‘বুধবার সকালে একটি বাঁশঝাড়ের পাশে মোতালেব এলোমেলো অবস্থায় শুয়েছিল। পরে ওই অবস্থায় নিকরাইল বাজারে চিকিৎসার জন্য নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
স্থানীয়রা আরও জানান- ‘মোতালেব প্রায় সময়ই বল্লববাড়ীর রেললাইন এলাকায় মাদকাসক্ত হয়ে ঘুরাফেরা করতো। বুধবার সকালে তার মরদেহ উদ্ধার হয়। পরে তার পরিবারকে জানালে তার এসে মরদেহ নিয়ে যায়।
এদিকে, ভূঞাপুর থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের প্রাথমিক তদন্ত করেন। এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাবক জানান- ‘মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সে মাদকাসক্ত ও দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানিয়ে তার বাবা। ধারণা করা হচ্ছে অতিরিক্ত মাদকসেবনে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় কোন অভিযোগ না করায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ও অপমৃত্যু মামলা হয়েছে।