টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত


০৯:৪০ পিএম, ২৭ এপ্রিল ২০২৩
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত - Ekotar Kantho
নিহত আরিফুল ইসলাম রাফি

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় অজ্ঞাতনামা ট্রলির চাপায় মাথা থেথলে প্রাণ গেল আরিফুল ইসলাম রাফি (২৩) নামের এক যুবকের।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর এলাকার নরকোণায় এ ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম রাফি পৌর এলাকার দক্ষিণ দামপাড়ার জামাল হোসেনের ছেলে। সে আউটসোর্সিং এর কাজ করত।

স্থানীয়রা জানায়, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল রাফি। ঘটনাস্থলে একটি ট্রলিকে অতিক্রম করতে গিয়ে ট্রলির চাপায় মাথায় আঘাত প্রাপ্ত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ১০০ শয্যার মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মধুপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাজহারুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।