একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে শিশুসহ তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের সরাতৈল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এ সময় প্রাইভেটকারটি মহাসড়কের সরাতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারে এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় শিশুসহ তিনজন আহত হয়। পরে পুলিশ আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই ) মশিউর রহমান জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।