একতার কণ্ঠঃ: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১০ জন পথ শিশুর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে কাম ফর রোড চাইল্ড (সিআরসি)।
সোমবার(১০ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের পাশে ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন।
উদ্বোধনকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন বলেন, ঈদ মানে আনন্দ, নিজেরা কষ্ট করে টাকা তুলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়া সিআরসির এমন উদ্যোগ প্রশংসনীয়। একাডেমিক পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম একটিভিটির প্রয়োজন রয়েছে, পড়াশোনার পরবর্তী চাকুরী জীবনে এর গুরুত্ব রয়েছে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ইকবাল মাহমুদ, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মাহবুবুল হক, শেখ রাসেল হল প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ ইদ্রিস আলী, মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মোঃ আজিজুল হক, প্রক্টর প্রফেসর ড. মীর মোঃ মোজাম্মেল হক, সিআরসি এর উপদেষ্টা প্রফেসর ড. মোঃ মাসুদার রহমান, ড. মোঃ খাইরুল ইসলাম, শাকিল মাহমুদ শাওন ও মুনমুন বিনতে আজিজ, সভাপতি মোঃ নাঈম উল জান্নাত, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাকিলসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।