একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বগুড়া এ্যাসোসিয়েশন অব এমবিএসটিইউ স্টুডেন্টস এর নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
সংগঠনটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের সাদিক আহম্মেদ (২০১৬-২০১৭ সেশন) ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের শিক্ষার্থী জোবায়ের দৌলা রিওন (সেশন ২০১৭-১৮) ।
শনিবার (১১ মার্চ) বিকালে বগুড়া এ্যাসোসিয়েশন অব এমবিএসটিইউ স্টুডেন্টস এর দায়িত্ব গ্রহন করেন নবনিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদক।
এ ছাড়াও সহ-সভাপতির দায়িত্বে ইএস আরএম বিভাগের জাহিদ হাসান ও অর্থনীতি বিভাগের শাওন সরকার নির্বাচিত হন। যুগ্ম সাধারন সম্পাদক পদে শাকিল আহম্মেদ (পদার্থবিজ্ঞান), আরশাফুল ইসলাম নয়ন (ব্যবসায় প্রশাসন) ও তোফায়েল আহমেদ (পরিসংখ্যান) এবং সাংগঠনিক সম্পাদক পদে জুনায়েদ হাসান (সিএসই), সাদিয়া ফেরদৌসি (বিএমবি) , হাসিবুল হাসান (ফার্মেসী) ও ওয়াসিফ শাহরিয়ার সিরাত (আইসিটি) নির্বাচিত হন।
কমিটি গঠনে সংগঠনটির প্রধান উপদেষ্টা মাভাবিপ্রবির ট্রেজারার অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম ও সংগঠটির সাবেক সভাপতি এস.এম ফারহান সাজ্জাদ ও সাবেক সাধারণ সম্পাদক মো. তুহিন ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দের উপস্থিত ছিলেন।
এসময়ই নতুন কার্যনির্বাহী পরিষদ (২০২২-২৩) এর একাংশ ঘোষণা করা হয়।
সংগঠনের দায়িত্ব পাওয়া সাধারণ সম্পাদক জোবায়ের দৌলা রিওন বলেন, করোনা মহামারীর প্রাদুর্ভাবে আমাদের ক্যাম্পাস অনেক দিন বন্ধ ছিল যার জন্য আমাদের ক্যাম্পাসের প্রায় সকল এ্যাসোসিয়েশনের কার্যক্রম কিছুটা বাধার সম্মুখীন হয়েছে। আমার আহবান থাকবে নতুন কমিটির নির্বাচিত সকলের প্রতি, সবাই মিলে সংগঠনটি অনেক দূরে এগিয়ে নেওয়ার। আমার বিশ্বাস বগুড়ার সকল উপদেষ্টা শিক্ষকমহল এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বগুড়া এ্যাসোসিয়েশন অফ এমবিএসটিইউ স্টুডেন্টস মাভাবিপ্রবি ক্যাম্পাসে আইডল হয়ে থাকবে।
সভাপতি সাদিক আহম্মেদ বলেন, আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই বগুড়া এ্যাসোসিয়েশনের পূর্ব কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সদস্যদের যারা আমাকে সংগঠনের ভবিষ্যৎ কার্যপ্রণালী চালিয়ে যাবার যোগ্য মনে করেছেন এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই এ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা, প্র. ড. মো: সিরাজুল ইসলাম স্যারকে। একইসাথে আমি অভিবাদন জানাই নতুন কমিটির নির্বাচিত সদস্যদের যারা সংগনের সার্বিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনাতে আমাকে সহযোগিতা করবেন। এবং আমন্ত্রণ জানাই বগুড়ার নবীন শিক্ষার্থীদের যারা কিনা সংগঠনকে পরিপূর্ণ করবে এবং খুঁজে পাবে নিজ এলাকার সম্পৃক্ততা। বগুড়ার সকল শিক্ষার্থী ও উপদেষ্টা শিক্ষকমহলের অবদানে, বগুড়া এ্যাসোসিয়েশন অফ এমবিএসটিইউ স্টুডেন্টস মাভাবিপ্রবি ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ নজির রাখবে বলে আমার বিশ্বাস।