কালিহাতীতে প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান


২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০০
কালিহাতীতে প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে বিভিন্ন ইউনিয়নে প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (২২ফেব্রুয়ারী) সকালে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে গ্রামীন প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্রের ( সিআরডিডি) সহযোগিতায় চারান সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে এ আর্থিক সাহায্য প্রদান করা হয়।

এসময় বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডের ৪৩ জন শারীরিক,মানসিক, শ্রবণ,বাক,দৃষ্টি প্রতিবন্ধীদের ২ হাজার এবং একজনকে ১ হাজার করে মোট ৮৫ হাজার টাকা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমান খান সোহেল হাজারী।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আনছার আলী বি.কম,ভাইস চেয়ারম্যান মো.আখতারুজ্জামান, কোকডহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নরুল ইসলাম প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জসীম উদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন, গ্রামীন প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্রের ( সিআরডিডি) সভাপতি আবরার এইচকে ইউসুফজাই তনু,সহ-সাধারণ সম্পাদক গোলাম রাজি, নারী ও শিশু বিষায়ক সম্পাদক সুইটি খান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রামীন প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্রের ( সিআরডিডি) নির্বাহী পরিচালক সিফাত মোহাম্মদ আরেফিন।

নিউজটি শেয়ার করুন


কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।