/ হোম / দুর্ঘটনা
টাঙ্গাইলে ঘন কুয়াশায় ১৮ দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩ - Ekotar Kantho

টাঙ্গাইলে ঘন কুয়াশায় ১৮ দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ঘন কুয়াশায় পৃথক ১৮টি দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুরের ধল্লা থেকে চরপাড়া পর্যন্ত এক কিলোমিটারে অন্তত ১৬টি দুর্ঘটনা ঘটে। এই এলাকায় সকাল ৯টার দিকে এক বাসচালকের সহকারীর মৃত্যু হয়।

অপরদিকে সদর উপজেলার মাদারজানি এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় এক মোটরসাইকেল আরোহী এবং ভূঞাপুরের জগৎপুরা এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিতে থাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে।

টাঙ্গাইলের ট্রাফিক সার্জেন্ট মোস্তাক আহমেদ জানান, সকাল থেকে মির্জাপুরের বিভিন্ন এলাকায় ১৫ থেকে ১৬টি দুর্ঘটনা ঘটছে। এ কারণে ঢাকামুখী লেন বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সার্ভিস লেন দিয়ে যানবাহন চলাচল করছে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লাহ টুটুল বলেন, সকাল ৯টার দিকে মহাসড়কের ধল্লা-মনসুর এলাকায় ঢাকামুখী লেনে পিকআপভ্যানের পেছনে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি বাসচালকের সহকারী। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

ভুঞাপুর থানার ওসি ফর‌দিুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ভুঞাপুর-তারাকা‌ন্দি সড়কের জগৎপুরা এলাকায় বালুবা‌হী ট্রাকের সঙ্গে সিএন‌জির সংঘর্ষে এক বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

নিহত বিশ্ববিদ্যালয় ছাত্রের নাম ইশরাক (২০); তিনি জামালপুর জেলার স‌রিষাবা‌ড়ি উপজেলার থল গ্রামের আবু সাঈদের ছেলে এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ব‌বিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যাচ্ছিলেন।

অন্যদিকে টাঙ্গাইল শহর থেকে এক যুবক মোটরসাইকেল যোগে মির্জাপুরের দিকে যাচ্ছিলেন। মহাসড়কের করটিয়া ইউনিয়নের মাদারজানী এলাকায় পৌঁছলে অজ্ঞাত গাড়ির চাপায় তার মৃত্যু হয়। তার নাম-পরিচয় জানা যায়নি।

সর্বশেষ আপডেটঃ ১৫. ডিসেম্বর ২০২২ ০৮:৩৩:পিএম ২ বছর আগে
১০ ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল শুরু - Ekotar Kantho

১০ ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল শুরু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে কালিহাতীতে মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় সাড়ে ১০ ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা একটি মালবাহী ট্রেন ঢাকার দি‌কে যাওয়ার সময় রেলক্রসিং পার হওয়ার সময় সোমবার সাড়ে ১০টায় ট্রেনটির ১১ নম্বর ব‌গি লাইনচ্যুত হয়। এ সময় বন্ধ হয়ে যায় ওই রেললাইনের ট্রেন চলাচল। খবর পেয়ে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা মালবাহী এক‌টি ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রেনটি কালিহাতী উপজেলার রাজাবা‌ড়ী রেলক্রসিং পার হওয়ার সময় ১১ নম্বর ব‌গিটি লাইনচ্যুত হয়। পরে ট্রেনটির বগি উদ্ধার কার্যক্রম শেষে সচল করা হলে মঙ্গলবার সকাল ৯ টার দিকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এরআগে সোমবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার রাজাবা‌ড়ী এলাকায় রেল ক্রসিংয়ের ওপর মালবাহী ওই ট্রেনের বগি লাইনচ্যুত হয়। ফলে জয়দেবপুর-বঙ্গবন্ধু সেতু পূর্ব হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দ‌ক্ষিণাঞ্চ‌লের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর পাশাপাশি টাঙ্গাইলের সঙ্গে ময়মনসিংহ ও জামালপুরের সড়ক যোগাযোগও বন্ধ হয়।

সর্বশেষ আপডেটঃ ১৩. ডিসেম্বর ২০২২ ০৬:৩৪:পিএম ২ বছর আগে
টাঙ্গাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার ।

নিহতরা হলেন, ঘাটাইল পৌর এলাকার চান্দশী গ্রামের আব্দুস ছামাদের ছেলে সাবিক হাসান(১৮) ও ঘাটাইল উত্তর পাড়ার মুক্তার আলীর ছেলে সুমন মিয়া(১৮)।

মোটরসাইকেলে থাকা অপর আরোহী সিয়াম (১৮) নামে আরো এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে।

এরা সবাই স্থানীয় ঘাটাইল সরকারি গণ উচ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন বন্ধু মোটরসাইকল নিয়ে বেড়াতে বের হয়। বেড়ানো শেষ করে ঘাটাইল ফেরার পথে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি গরু বোঝাই ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাকিব হাসান ও সুমন মিয়া মারা যান।

অপর আরোহী সিয়ামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

দুই স্কুল ছাত্রের অকাল মত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শত শত লোকজন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভির জমায়। নিহত দুই স্কুল ছাত্র পিতা-মাতার একমাত্র সন্তান বলে জানা গেছে।

সর্বশেষ আপডেটঃ ১৩. ডিসেম্বর ২০২২ ০৪:০৩:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

একতার কণ্ঠঃ: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ট্রাকচাপায় আব্দুল আজিজ (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১০ ডিসেম্বর) সকালে ধনবাড়ী থানার সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত আব্দুল পৌর শহরের খাসপাড়া গ্রামের বাসিন্দা।

ধনবাড়ী থানার উপ-পরিদর্শক মো. ইদ্রিস আলী জানান, ভোরে খাসপাড়া মসজিদে ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আব্দুল আজিজ।

এ সময় জামালপুরগামী আলুভর্তি একটি ট্রাক তাকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলইে বৃদ্ধ নিহত হন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদের উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

জেলা প্রতিনিধি
মোবাইল -০১৮১৭৫০১৬০০

সর্বশেষ আপডেটঃ ১০. ডিসেম্বর ২০২২ ১১:১৪:পিএম ২ বছর আগে
টাঙ্গাই‌লে ট্রা‌কের ধাক্কায় দুই যাত্রী নিহত - Ekotar Kantho

টাঙ্গাই‌লে ট্রা‌কের ধাক্কায় দুই যাত্রী নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাই‌ল মহাসড়‌কে অপর ট্রাকের চাপায় বিকল ট্রাকের পিছ‌নে দা‌ড়ি‌য়ে থাকা দুই যাত্রী নিহত হ‌য়ে‌ছেন।

মঙ্গলবার (৬ ডি‌সেম্বর) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের কালিহাতী উপজেলার পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়া সদরের ব্রাহ্মনপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে মেহেদী হাসান (২৪) ও রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কলোনীবাজার এলাকার সবুজ মিয়ার ছেলে শাহিন মিয়া (২২)। নিহতরা বিকল ট্রাকের যাত্রী ছিলেন।

মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মো. নবীন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রংপুরগামী একটি ট্রাক ভোরে মহাসড়‌কের পৌলি এলাকায় আসলে পিছনের চাকা ফেটে যায়। এ সময় ট্রাক থেকে দুই যাত্রী নেমে পিছনে আসলে অপর একটি ট্রাক এসে তাদের চাপা দেয়। এ‌তে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি আরো জানান,নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে আনা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া ট্রাক দুইটি কে আটক করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৭. ডিসেম্বর ২০২২ ০২:১০:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত ট্রাকের পেছনে ধাক্কা লেগে মুকুল হোসেন (৪৫) নামে বাসের একজন হেলপার নিহত হয়েছেন।

রবিবার ( ৪ ডিসেম্বর) রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার সাটিয়াচড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মুকুল হোসেন নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সিংড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

গোড়াই হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মহসড়কের ওই স্থানে ঢাকাগামী মালবাহী চলন্ত একটি ট্রাকের পেছনে একটি যাত্রীবাহী বাসের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত এবং তিন যাত্রী আহত হয়। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আহত তিন বাসযাত্রীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাস ও ট্রাক দুটি জব্দ করেছে।

গোড়াই হাইওয়ে থানার ট্রাফিক পরিদর্শক রফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া বাস ও ট্রাক দুটি জব্দ করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৫. ডিসেম্বর ২০২২ ০২:৪৭:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

একতার কণ্ঠঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাসের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

সোমবার(২৮ নভেম্বর) সন্ধ্যা ছয়টার পর টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের করাতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজনের নাম মো. আবুল হোসেন(৫৫)। তিনি বাসাইল উপজেলার ময়থা গাছপাড়া গ্রামের মৃত আবু সাঈদের ছেলে। অপরজন টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া রেজাউল কোচিংয়ের পরিচালক রেজাউল করিম(৩২) ও নাগরপুর উপজেলার বাসিন্দা। দুজনেই দেলদুয়ার কৃষিব্যাংকে কর্মরত ছিলেন।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল জানান, দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। এসময় পিছন থেকে উত্তরবঙ্গগামী এসআই পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। বাসের চালক ও সহকারি পালিয়ে গেছেন।

তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল এবং লাশ দুটিকে থানায় আনা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে

সর্বশেষ আপডেটঃ ২৯. নভেম্বর ২০২২ ০২:৩৭:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক যুবক নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক যুবক নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক যুবকের নিহত হয়েছেন। তার আনুমানিক বয়স ৩০। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধৃ সেতু মহাসড়কের উপজেলার হাতিয়া নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, নিহত যুবকটি বেশ কিছুদিন ধরে মহাসড়কের আশ-পাশ এলাকায় পাগলবেশে ঘুরতো। তার পরিচয় জানতো না কেউ। বৃহস্পতিবার সন্ধ্যায় হাতিয়া নামক এলাকায় মহাসড়কের পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। অজ্ঞাত কোন গাড়ির ধাক্কায় আঘাত পেয়ে মারা যায় সে।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম জানান, মহাসড়কের হাতিয়া এলাকায় অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে রয়েছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় মেলেনি। সে পাগলবেশে ঘুরতো। অজ্ঞাত কোন গাড়ির ধাক্কায় নিহত হয়। যুবকটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ আপডেটঃ ২৫. নভেম্বর ২০২২ ০৬:৩৮:পিএম ২ বছর আগে
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ভাসানী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ভাসানী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নুরুল আবসার জুয়েল(২৪) শহরের ময়মনসিংহ সড়কের গণপূর্ত অফিসের সামনে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস আই) নবীন হোসেন।

নিহত আবসার বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।নিহত নুরুল আবসার জুয়েল কক্সবাজার জেলা রামু উপজেলার চাকমারকুল শ্রীমুরা ৭ নং ওয়ার্ডের কবির আহমদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে টিউশনি শেষ করে বিশ্ববিদ্যালয়ে ফেরার সময় শহরের ময়মেনসিংহ সড়কের গণপূর্ত বিভাগের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবসারের হেলমেট ভেঙে মাথায় ঢুকে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপর মোটর সাইকেলের ২ আরোহী আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ আরো জানায়, লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে ।আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে তাঁর মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার তাওফিক দানের জন্য পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ড. মো: সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার ড. মোহাঃ তৌহিদুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকেও শোক জানানো হয়।

সর্বশেষ আপডেটঃ ২৫. নভেম্বর ২০২২ ০৫:০৩:এএম ২ বছর আগে
টাঙ্গাই‌লে পরীক্ষাকেন্দ্রে প্রাণ গেল শিক্ষা কর্মকর্তার - Ekotar Kantho

টাঙ্গাই‌লে পরীক্ষাকেন্দ্রে প্রাণ গেল শিক্ষা কর্মকর্তার

একতার কণ্ঠঃ টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে পরীক্ষায় দা‌য়িত্বপালনরত অবস্থায় হৃদ‌রো‌গে আক্রান্ত হ‌য়ে প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা শাহজামালের মৃত্যু হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (১৭ ন‌ভেম্বর) বেলা ১১টার দি‌কে উপ‌জেলার অ‌লোয়া ইউ‌নিয়‌নের মনিরুজ্জামান বিএম ক‌লে‌জ কে‌ন্দ্রে এ ঘটনা ঘটে। তিনি ভুঞাপুর উপ‌জেলা সহকা‌রি প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা এবং কা‌রিগ‌রি বো‌র্ডের অধীনে এইচএস‌সির হিসাব বিজ্ঞান পরীক্ষায় দা‌য়িত্ব পালন কর‌ছি‌লেন।

ম‌নিরুজ্জামান বিএম ক‌লে‌জের অধ্যক্ষ ম‌নিরুজ্জামান ব‌লেন, পরীক্ষা চলাকালীন শিক্ষা কর্মকর্তা শাহজামালসহ সেখা‌নে দা‌য়িত্বরত একজন চি‌কিৎসক ও শিক্ষকরা অ‌ফিস রু‌মে ব‌সে ছিলাম। এমন সময় ওই শিক্ষা কর্মকর্তা হঠাৎ উঠে গিয়ে ‌নি‌জেই মাথায় পা‌নি দেন। এরপর তিনি মূর্ছা যান। দ্রুত তা‌কে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান ব‌লেন, পরীক্ষাকে‌ন্দ্রে দা‌য়িত্ব পালন করার সময় তি‌নি হৃদ‌রো‌গে আক্রান্ত হ‌য়ে মৃত্যুবরণ ক‌রেন।

সর্বশেষ আপডেটঃ ১৭. নভেম্বর ২০২২ ০৮:৪৮:পিএম ২ বছর আগে
টাঙ্গাইলে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে স্কুল ছাত্রের মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে স্কুল ছাত্রের মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে তানভীর হাসান তন্ময় (১৩) নামের এক স্কুলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার(১৬ নভেম্বর) সন্ধ্যায় পৌর এলাকার সখীপুর-সাগরদিঘী সড়কের ভাই ভাই সিনেমা হলের সামনে ( ৩ নম্বর ওয়ার্ড) এই দূর্ঘটনা ঘটে।

নিহত তন্ময় ৩ নম্বর ওয়ার্ডের জার্মান প্রবাসী সোহেল রানার ছেলে।
সে স্থানীয় সখীপুর পিএম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা সমর্থক তানভীর হাসান তন্ময় কাঁচা বাঁশে পতাকা টানাতে গিয়ে বাসার ৫ তলায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়। পরে তাক আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আয়েশা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ছেলেটির মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম তন্ময়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ আপডেটঃ ১৭. নভেম্বর ২০২২ ০২:০২:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের চাপায় রহিম বাদশা (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর)সকালে উপজেলার সাগরদীঘি-গারোবাজার আঞ্চলিক সড়কের মুরাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত রহিম বাদশা মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের টিক্কার বাজার এলাকার ময়েজ আলীর ছেলে। তিনি ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের সানবান্ধা এলাকার ইকো ফ্রেন্ডস গ্রিন ব্রিকস কম্পানিতে কর্মরত ছিলেন।

সোমবার সকালে তিনি বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে সাগরদীঘি-গারোবাজার সড়কের মুরাইদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আতোয়ার রহমান জানান, ট্রাকটিকে আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৫. নভেম্বর ২০২২ ০৮:৪২:পিএম ২ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।