টাঙ্গাইলের লৌহজং নদীতে ভাসছিল মর‌দেহ


টাঙ্গাইলের লৌহজং নদীতে ভাসছিল মর‌দেহ - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কা‌লিহাতী‌ উপজেলায় লৌহজং নদী থে‌কে অজ্ঞাতপরিচয় এক ব‌্যক্তির মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর।

বুধবার (২৮ ডি‌সেম্বর) রাত ৮টার দি‌কে উপ‌জেলার জোকারচর সংলগ্ন লৌহজং নদী‌ থে‌কে মর‌দে‌হটি উদ্ধার ক‌রা হয়।

বৃহস্প‌তিবার (২৯ ডিসেম্বর) সকা‌লে বঙ্গবন্ধু সেতু পূর্ব নৌ-পু‌লিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ম‌নিরুল ইসলাম জানান, লৌহজং নদী‌তে রাতে একটি মর‌দেহ ভাসতে দেখে পু‌লি‌শে খবর দেন স্থানীয়রা।

প‌রে পু‌লিশ গি‌য়ে মরদেহ উদ্ধার ক‌রে। প‌রে সকালে মরদেহ ময়নাতদ‌ন্তের জন‌্য টাঙ্গাইল‌ জেনা‌রেল হাসপাতাল ম‌র্গে পাঠানো হয়।

তার প‌রিচয় জানার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন


কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।