টাঙ্গাইলে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত


০৫:১৪ পিএম, ১০ ডিসেম্বর ২০২২
টাঙ্গাইলে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত - Ekotar Kantho

একতার কণ্ঠঃ: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ট্রাকচাপায় আব্দুল আজিজ (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১০ ডিসেম্বর) সকালে ধনবাড়ী থানার সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত আব্দুল পৌর শহরের খাসপাড়া গ্রামের বাসিন্দা।

ধনবাড়ী থানার উপ-পরিদর্শক মো. ইদ্রিস আলী জানান, ভোরে খাসপাড়া মসজিদে ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আব্দুল আজিজ।

এ সময় জামালপুরগামী আলুভর্তি একটি ট্রাক তাকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলইে বৃদ্ধ নিহত হন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদের উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

জেলা প্রতিনিধি
মোবাইল -০১৮১৭৫০১৬০০


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।