একতার কণ্ঠঃ টাঙ্গাইলে কনজুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ নভেম্বর) সকালে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা শাখার সভাপতি মন্জু রানী প্রমানিকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি ও কনজুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ এর সন্মানীত সদস্য খ.নাজিমুদ্দিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল।
মতবিনিময় সভায় বক্তারা ঔষুধসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ও ভেজাল খাবারের প্রতিবাদে সোচ্চার থাকার জন্য টাঙ্গাইল জেলার সাধারণ ভোক্তাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।