একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগে দ্বিতীয় দফায় সভাপতি হলেন ফজলুর রহমান খান ফারুক। সাধারণ সম্পাদক হয়েছেন জোয়াহেরুল ইসলাম জোয়াহের। আগামী তিন বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) বিকেলে ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্বে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এ কমিটি ঘোষণা করেন।
সম্মেলনে সভাপতি পদে চারজন ও সাধারণ সম্পাদক পদে সাতজন প্রার্থী আবেদন করেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজান খান, আব্দুর রহমান, কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সম্মেলন সঞ্চালনা করেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহের ইসলাম জোয়াহের।