একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে কমলা রানী (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ অক্টোবর) সকালে পৌর সভার ত্রিমোহন জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কমলা রানী একই এলাকার মোহন বাসী রাজবংশীর স্ত্রী। তিনি প্রতিদিন রেললাইনে টোকাইয়ের কাজ করতেন।
স্থানীয় বাসিন্দারা জানান, কমলা রানী প্রতিদিন সকালে রেললাইনের পাশে মানুষের ফেলে দেওয়া প্লাটিকের বর্জ্য সংগ্রহ করেন। শুক্রবার ভোরেও তিনি রেললাইনে প্লাস্টিক সংগ্রহ করতে যান। এসময় সেখান দিয়ে যাওয়া একটি ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান কমলা রানী।
মির্জাপুর ট্রেন স্টেশনের মাস্টার কামরুল হাসান জানান, ঘটনার পরপরই নিহতের পরিবারের লোকজন লাশ বাড়ি নিয়ে গেছেন।