ক্লিন টাঙ্গাইলের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী পালন


ক্লিন টাঙ্গাইলের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী পালন - Ekotar Kantho

একতার কণ্ঠঃ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী পালন করেছে ক্লিন টাঙ্গাইল।

বহস্পতিবার(১৮ আগস্ট) সকালে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কর্মসূচীর মধ্য ছিল, পরিছন্নতা ইভেন্ট, জনসচেতনামূলক লিফলেট বিতরণ, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি প্রতিযাগীতা, পরিষ্কার-পরিছনতা বিষয়ক বাউল গান পরিবেশন, গাছের চারা বিতরন ও রোপন ইত্যাদি।

অনুষ্ঠানে ক্লিন টাঙ্গাইলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জালাল উদ্দিন চাকলাদার শাহীনের সভাপতিত্বে ও আনিসুজ্জামান আনিস, রুহুল আমিন খান এবং আবু আহমদ শাহরিয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লিন টাঙ্গাইলের উপদেষ্টা ও টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র জামিলুর রহমান মিরন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদশ স্কাউটস টাঙ্গাইল জেলা রোভার মোঃ জামাল হাসান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার সৈয়দ সাইফুল্লাহ, পরিবেশ উন্নয়ন পরিষদের চেয়ারম্যানম্যান আলমগীর হাসান, দৈনিক যুগধারা পত্রিকার প্রকাশক ও সম্পাদক সরকার হাবিব, ক্লিন টাঙ্গাইলের পৃষ্ঠপোষক মাসুক হাসান খান ও ফাতেমা মানব কল্যান ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির উদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে বিজয়ীদর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন


কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।