টাঙ্গাইলে আ’লীগের বিশাল বিক্ষোভ মিছিল


০২:৩২ পিএম, ১৭ অগাস্ট ২০২২
টাঙ্গাইলে আ’লীগের বিশাল বিক্ষোভ মিছিল - Ekotar Kantho

একতার কণ্ঠঃ দেশব্যাপী সিরিজ বোমা হামলায় জড়িতদের বিচার ও শাস্তির দাবিতে টাঙ্গাইলে বিশাল বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ।

বুধবার(১৭ আগস্ট) সকালে শহরের শহীদস্মৃতি পৌর উদ্যানে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় শহীদ স্মৃতি উদ্যানে গিয়ে শেষ হয়।


এই বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি, সহ-সভাপতি মো. ছানোয়ার হোসেন এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান এমপি, খান আহমেদ শুভ এমপি, যুবলীগের প্রেসিডেয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ প্রমুখ।

মিছিল ও বিক্ষোভ সমাবেশে, আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, তাঁতীলীগ,স্বেচ্ছাসেবক লীগ, মহিল আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের সহাস্রাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।