একতার কণ্ঠঃ টাঙ্গাইলে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘টাংগাইল ব্লাড ফাউন্ডেশন’।শুক্রবার (১ জুলাই ) সকালে ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের বন্যাকবলিত প্রায় শতাধিক পরিবারে মাঝে ওই ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, টাংগাইল ব্লাড ফাউন্ডেশন এর উপদেষ্টা শাকিব শামসাদ,ফাউন্ডেশন এর সভাপতি মোঃ রাতুল মিয়া,উদ্যোক্তা মোঃ আসিফ রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক, অনিক চন্দ্র শীল,সহ-সাংগঠনিক সম্পাদক নাছির মন্ডল জিসান,
ব্লাড বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, উপ-ক্রীড়া ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাজমুল মিয়া সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।
বিতরণ অনুষ্ঠানে সামাজিক সংগঠন টাংগাইল ব্লাড ফাউন্ডেশন এর উপদেষ্টা শাকিব শামসাদ বলেন, অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকের দায়িত্ব। সেই দায়িত্ব বোধ থেকে দীর্ঘ কয়েকবছর ধরে তিনি ও প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রাতুল মিয়া সহ সংগঠনের সদস্যবৃন্দ গরিব দুঃখী, অসহায়, মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সংগঠনের পক্ষ থেকে প্রায় শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হলো।
তিনি আরো বলেন,তারা চেষ্টা করেছেন অসহায় মানুষের দুঃখগুলো ভাগ করে নিয়ে তাদের মুখে একটু হাসি ফোটাতে। মানুষের জন্য মানবতার এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।
পরে অতিথিবৃন্দ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে:চিড়া,মুড়ি,চিনি,স্যালাইন,ঔষধ সহ নানা নিত্য প্রয়োজনীয় সামগ্রী।