টাঙ্গাই‌লে চলন্ত সি‌লিং ফ্যান প‌ড়ে দুই ভাইয়ের মৃত্যু, মা আহত


০২:৩৩ পিএম, ২৪ এপ্রিল ২০২২
টাঙ্গাই‌লে চলন্ত সি‌লিং ফ্যান প‌ড়ে দুই ভাইয়ের মৃত্যু, মা আহত - Ekotar Kantho
প্রতীকী ছবি

একতার কণ্ঠঃ টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে চলন্ত সি‌লিং ফ্যান প‌ড়ে দুই ভাই নিহত হয়েছে। এ সময় আহত হ‌য়ে‌ছেন তা‌দের মা। রোববার (২৪ এ‌প্রিল) দুপু‌রে উপ‌জেলার পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হলো- সা‌জিম (০৬) ও তার ভাই সা‌নি (৪ মাস)। তারা উপ‌জেলার নিকরাইল ইউ‌নিয়‌নের ১ নং পুনর্বাসন এলাকার ভ্যানচালক ইউসুফের ছে‌লে। ওই শিশুর মা‌ সাহিদা বেগমকে উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফ‌রিদুল ইসলাম ব‌লেন, দুই শিশু নিহত হওয়ার খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে যা‌চ্ছে। কীভা‌বে ঘটনা ঘ‌টেছে সেটা জানা যায়‌নি।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।