সেন্টমার্টিনে ধরা পড়লো ১৭০ কেজির বোল মাছ


০২:২৫ পিএম, ২৩ এপ্রিল ২০২২
সেন্টমার্টিনে ধরা পড়লো ১৭০ কেজির বোল মাছ - Ekotar Kantho

একতার কণ্ঠঃ কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন দ্বীপে আবদুর রশিদ নামের এক জেলের জালে ১৭০ কেজি ওজনের একটি বোল মাছ ধরা পড়েছে। মাছটি সেন্টমার্টিন থেকে ১ লাখ ৫০ হাজার টাকায় কিনে নেন একক্রেতা। পরে সেটি টেকনাফ শহরে নিয়ে দুই লাখ টাকায় বিক্রি করা হয়।

শনিবার (২৩ এপ্রিল) সকালে সেন্টমার্টিনের ডেইলপাড়া ঠোঁড়ার মাথা এলাকায় মাছটি ধরা পড়ে।সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হাবিব খান বিষয়টি নিশ্চিত করেছেন।

হাবিব খান জানান, রশিদ মাঝি ভাগ্যবান। তিনি পরিশ্রমী জেলে। সাগরে সমসময় জাল নিয়ে মাছ ধরেন তিনি। আল্লাহ তাকে কখনো খালি হাতে ফেরায় না। তার জালে বোল মাছটি ধরা পড়ার পর প্রথমে ১ লাখ ২০ টাকা থেকে দাম শুরু হয়। ইসমাইল নামের এক সওদাগর মাছটি দেড় লাখ টাকায় কিনে নেন।


স্থানীয় জেলে আজিম উল্লাহ বলেন, ‘এখানকার ইসমাইল মাছটি কিনেন। মাছটি কিনতে তার সর্বমোট খরচ হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। এরপর সেন্টমার্টিন থেকে টেকনাফ শহরে নিয়ে ২ লাখ ১০ হাজার টাকায় মাছটি বিক্রি করে ইসমাইল। সেখান থেকে ১০ হাজার টাকা বাদ দিয়ে তাকে ২ লাখ টাকা দেন তৃতীয় পক্ষের ব্যবসায়ীরা।’

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘সেন্টমার্টিন অঞ্চলে মাঝে মাঝে বড় প্রজাতির মাছ ধরা পড়ে। এরমধ্যে লাল পোয়া, কোরাল ও বোল মাছ উল্লেখযোগ্য। শনিবার সকালে আবদুর রশিদ নামের এক জেলের জালে বড় আকারে বোল মাছ ধরা পড়ার বিষয়টি জেনেছি। সাধারণত সাগরের পরিস্থিতি ভেদে বড় মাছগুলো উপকূলের দিকে চলে আসছে। যার কারণে জেলেদের জালে আটকা পড়ছে।’


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।