‘ট্রিপল আর’ দেখতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ভক্ত


০৪:৩১ পিএম, ২৫ মার্চ ২০২২
‘ট্রিপল আর’ দেখতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ভক্ত - Ekotar Kantho

একতার কণ্ঠঃ জুনিয়র এনটিআর ও রাম চরণ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ট্রিপল আর’। অনেক জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার (২৫ মার্চ) মুক্তি পেয়েছে এই সিনেমা। আর এটি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক ভক্ত।

টলিউড ডটনেটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্র প্রদেশের এসভি ম্যাক্স প্রেক্ষাগৃহে। সিনেমা নিয়ে উন্মাদনা থাকায় প্রথম দিনই বন্ধুদের সঙ্গ ‘ট্রিপল আর’ দেখতে গিয়েছিলেন এই যুবক। শুধু তাই নয়, মোবাইল ফোনে প্রিয় অভিনেতাদের ভিডিও করছিলেন। হঠাৎ করেই পড়ে যান। পরে বন্ধুরা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবরটি ভাইরাল হয়েছে। অনেকেই এই ঘটনায় শোক প্রকাশ করছেন।

কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস প্রমুখ। ৪৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমা প্রযোজনা করছে ডিভিভি নায়া। মুক্তির পর দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে ‘ট্রিপল আর’।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।