ওমিক্রন আক্রান্তদের কী কী লক্ষণ, জানাল স্বাস্থ্য অধিদপ্তর


০৫:০৩ পিএম, ২৩ জানুয়ারী ২০২২
ওমিক্রন আক্রান্তদের কী কী লক্ষণ, জানাল স্বাস্থ্য অধিদপ্তর - Ekotar Kantho

একতার কণ্ঠঃ করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তদের সাধারণত ছয়টি লক্ষণ দেখা দিচ্ছে বলে জানিয়েছেন ডা. মো. নাজমুল ইসলাম।

রোববার(২৩ জানুয়ারি) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ কথা জানান তিনি।

ওমিক্রনের উপসর্গের সঙ্গে সিজনাল ফ্লুয়ের উপসর্গের মিল আছে উল্লেখ করে তিনি বলেন,

20230826-141431
  • ওমিক্রনের শতকরা ৭৩ শতাংশ মানুষের নাক দিয়ে পানি ঝরছে।
  • ৬৮ শতাংশ মানুষের মাথা ব্যথা করছে।
  • অবসন্ন-ক্লান্তি অনুভব করছেন ৬৪ শতাংশ রোগী ।
  • হাঁচি দিচ্ছেন ৭ শতাংশ রোগী।
  • গলা ব্যথা হচ্ছে ৭ শতাংশ রোগীর।
  • এছাড়া ৪০ শতাংশ রোগীর কাশি হচ্ছে।

ডা. নাজমুল ইসলাম বলেন, কমিউনিটি পর্যায়ে ওমিক্রনের সংক্রমণ ঘটছে। আমরা দেখছি, ওমিক্রন একটু একটু করে ডেল্টার জায়গা দখল করে ফেলছে।

মহামারীকে পরাস্ত করতে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে জোর দিয়েছেন তিনি।


পাঠকের মতামত

-মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।