একতার কন্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেট কারের চাপায় শিউলি বেগম (৭৫) নামে বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল-গোপালপুর সড়কের পোড়াবাড়ি নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের মেয়ে কমলা বেগম জানান, নিহত শিউলী বেগম ঘাটাইল উপজেলার রৌহা গ্রামের মৃত কালু খানের স্ত্রী। পাঁচ দিন আগে তিনি তার বোনের ছেলে মান্নানের বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে প্রতিবেশীর বাড়ি যাওয়ার সময় রাস্তা পার হতে গেলে একটি দ্রুতগামী প্রাইভেট কার তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।