টাঙ্গাইলে কুলি মজদুরদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা


০৩:১৪ পিএম, ১৪ অগাস্ট ২০২১
টাঙ্গাইলে কুলি মজদুরদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলার কুলি মজদুর ও নির্মাণ শ্রমিকদের ২৫০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার(১৪ আগস্ট) সকালে টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে ওই খাদ্য সহায়তা প্রদান করেন।

টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে খাদ্য সহায়তা বিতরণকালে অন্যদের মধ্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনসারী, সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন, ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম, জেলা কুলি মজদুর ইউনিয়নের সভাপতি উদয় লাল গৌড় প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় ২০০টি কুলি মজদুর ও ৫০টি নির্মাণ শ্রমিক পরিবারের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়।


নিউজটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।