একতার কণ্ঠঃ টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী সরকারি কুমুদিনী কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ আগস্ট) দুপুরে স্থানীয় সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন ওই কর্ণারের উদ্বোধন করেন।
এ উপলক্ষে সরকারি কুমুদিনী কলেজের শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ প্রফেসর আলীম আল রাজী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।