সাহান হাসানঃ টাঙ্গাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) রাতে সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বাঘিল ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. হারুন-অর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি ৩১ দফা উপস্থাপন করেছে- আগামী বাংলাদেশ কীভাবে চলবে। আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। ৩১ দফায় স্বাস্থ্য-শিক্ষা, যুবকদের কর্মসংস্থান, বেকার ভাতার কথা বলা হয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ড দেয়া হবে। প্রতিটি পরিবার এ ফ্যামিলি কার্ড পাবে। স্বাস্থ্য বীমার কথাও চিন্তা করছে বিএনপি। বিগত সময়ে বিএনপি জাতির সামনে যে ওয়াদা করেছে, তা পূরণ করেছে।
তিনি আরও বলেন, বেশিরভাগ রাজনৈতিক নেতৃবৃন্দ চায়- আগে জাতীয় নির্বাচন হোক। পরবর্তীতে সরকার কি সিদ্ধান্ত দিবে এটি আমরা বলতে পারবো না। যেহেতু আমরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করছি, বাংলাদেশের জনগণের সেই প্রত্যাশা এই সরকার পূরণ করবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী, টাঙ্গাইল সদর থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, সহ-সভাপতি এডভোকেট রকিবুল ইসলাম, ৮নং বাঘিল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সারোয়ার প্রমুখ।