একতার কন্ঠঃ বুধবার (১২ মে) চাঁদ দেখা যায়নি। সে হিসেবে এবার রোজা হবে ৩০টি। অর্থাৎ বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে শুক্রবার (১৪ মে)।
তবে চাঁদ দেখার ভিত্তিতে মধ্যপ্রাচ্যে ঈদ পালন হবে আজ বৃহস্পতিবার (১৩ মে)।
তবে জানা গেছে, দুদিন আগেই অর্থাৎ বুধবার (১২ মে) ঈদুল ফিতর পালন করেছে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর দরবার শরীফ।
বুধবার (১২ মে) সকাল সাড়ে ১০টায় বদরপুর দরবার শরীফ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মসজিদের খতিব মাওলানা শফিকুল ইসলাম আব্দুল গনি ঈদের জামাতে ইমামতি করেন।
দেশের ভূখণ্ড থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ার পরও বুধবার (১২ মে) ঈদ উদযাপন কেন করেছেন এই দরবার শরীফের ভক্তরা?
সে প্রশ্নে জানা গেছে, সোমালিয়া ও নাইজেরিয়াসহ সাতটি দেশের সঙ্গে মিল রেখে তারা ঈদ পালন করেছেন।
এ বিষয়ে বদরপুর দরবার শরীফের পরিচালক মো. নাজমুস সাহাদাত বলেন, নাইজেরিয়া, সোমালিয়াসহ সাতটি দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে এবং সেসব রাষ্ট্রে বুধবার (১২ মে) ঈদুল ফিতর পালন করা হচ্ছে। যেহেতু পৃথিবীর এক প্রান্তে চাঁদ দেখা গেছে সে কারণে আমরাও আজ ঈদ পালন করছি।